স্টাফ রিপোটারঃ সুধীজনদের মিলন মেলায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গবার (২১ মে) শ্রীমঙ্গল পাঁচতারা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এ অনুষ্ঠিত ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায়। এতে অংশ নেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক,পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তারা। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলীর পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব’র সভাপতি বিশ্বজ্যোতি রায় চৌধুরী । ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি হিসাবে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) মো. আনোয়ারুল হক। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল র্যাব-৯ এর অধিনায়ক এএসপি কামরুজ্জামান, মৌলভীবাজার জোন ট্যুরিস্ট পুলিশ এর সহকারী পুলিশ সুপার এস এম আহসান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল আলম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান,মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেস,সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সম্পাদক এস এম উমেদ আলী,শ্রীমঙ্গল উপজেলার সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান মো. ইদ্রিস লেদু, শ্রীমঙ্গল জিআরপি থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী প্রমূখ। এছাড়াও ইফতার মহফিলে রাজনীতিবিদ,জনপ্রতিনিধি বিভিন্ন উপজেলার সাংবাদিক,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল সকল শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল।