
ধলাই ডেস্ক: জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার সাধুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৪জনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। রবিবার ভোরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি সোহেল রানা বলেন, ভোরে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহসহ আরও তিনজনকে থানায় নিয়ে আসে র্যাব।
এরআগে, শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ সীমান্ত এলাকা থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মনিরুজ্জামান মনির ও জাকিরুল ইসলাম। এছাড়া বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে এই হত্যা মামলার চার নম্বর আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাদিম অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।
নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবু নাদিমকে খুনের হোতা। বাবুর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর থেকেই নাদিমকে হুমকি দেওয়া হচ্ছিল।
এদিকে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।