ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে এক হাজার ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে মামুন ইসলাম (১৮) ও একই জেলার বেনাপোল থানার কভারবেড় গ্রামের মো. আব্দুল্লাহ্’র ছেলে তৌহিদুল ইসলাম (২৩)।
র্যাব-৬ খুলনার আওতাধীন সাতক্ষীরা ক্যাম্পের এএসপি বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে এক হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ফেনসিডিলগুলো হাসপাতালের সরকারি কোয়ার্টারের সামনে রাখা এক্স করোলা প্রাইভেটকারের মধ্যে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে ফেনসিডিলগুলো তারা ফরিদপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।