
ডেস্ক রিপোর্ট: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ রোকেয়া শেখ মৌসুমি (২৪) নামের এক কেবিন ক্রুকে আটক করছে বিমানবন্দর আর্মড পুলিশ। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত।
বৃহস্পতিবার বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাস্কাট থেকে সকাল ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে। মৌসুমি ইমিগ্রেশন ও কাস্টমস এর গ্রিন চ্যানেল পার হয়ে আন্তর্জাতিক টার্মিনাল থেকে অভ্যন্তরীণ টার্মিনালে যায়। গোপান সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে গাড়িতে ওঠার সময় বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে কাস্টমস হলে এনে তল্লাশি করে তার উরু থেকে স্কচ টেপ মোড়ানো ছয়টি প্যাকেটে ৮২টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ৯ কেজি ৫১২ গ্রাম। বাজার মূল্য ৫ কোটি টাকা।
জিজ্ঞাসাবাদে মৌসুমি জানান, তার কাছ থেকে লাকি নামে এক ব্যক্তির এই সোনা গ্রহণ করার কথা ছিল। এর বিনিময়ে তিনি দেড় লাখ টাকা পেতেন।