অবহেলিতে শিশুদের মুখে হাসি ফুটালো উদ্দীপ্ত তারুণ্য!

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একদল তরুনদের নিয়ে গঠিত সমাজসেবা মুলক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের সদস্যদের উদ্যোগে হাসি ফুটলো শতাধিক অবহেলিত শিশুর মুখে। অবহেলিত এই শিশুদের হাতে তারা তুলে দিলো ঈদের নতুন পোশাক। ঈদের নতুন পোশাক পেয়ে মুখে হাসি নিয়েই বাড়ি ফিরলো শিশুরা।

বৃহস্পতিবার সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই পোশাক বিতরণ অনুষ্ঠানে তরুনদেরকে সাথে নিয়ে অতিথি হিসেবে শিশুদের হাতে রঙিন জামাকাপড় তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ফিনলে ডেন্টাল সার্জন ডা. পুষ্পিতা খাস্তগীর, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়গনেস্টিক সেন্টারের পরিচালক ডা. নাজিম আল কোরেশী, মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর সঙ্গিত প্রশিক্ষক ইপা বড়–য়া, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত সেন, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সিনিয়র সাংবাদিক নান্টু রায় প্রমুখ।

উদ্দীপ্ত তারুণ্যের সদস্য শিমুল তরফদার বলেন, সংগঠনটির যাত্রা শুরু বেশ কয়েক মাস আগে, দীর্ঘদিন পরিকল্পনা করে আমরা একটি অনুষ্ঠান করলাম। ঈদের সমাজের অবহেলিত দরিদ্র পরিবারের সন্তানরা একটি নতুন জামা কিনতে পারেন না। আমরা “রঙ্গিন জামায় ফুটবে শিশুর হাসি” নামে একটি ইভেন্ট করেছি। চেষ্টা করেছি শিশুদের মুখে হাঁসি ফোঁটাতে। যদিও সংখ্যাটি তত বেশী ছিলো না, তবে আমাদের বিশ্বাস একদিন আমরা হাজার হাজার শিশুর মুখে হাসি ফোঁটাবো।