অ্যাপলের কাছে সুবিধাজনক শর্ত চেয়েছে মার্কিন গণমাধ্যম

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপ স্টোরে পেমেন্ট পলিসির ক্ষেত্রে অ্যাপলের কাছে আরও সুবিধাজনক শর্ত চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো। খবর রয়টার্সের

বৃহস্পতিবার ডিজিটাল কন্টেন্ট নেক্সটের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপ স্টোর থেকে গণমাধ্যমগুলোর পাঠক হিসাবে প্রথমবারের মত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রদেয় বিলের ১৫ থেকে ৩০ শতাংশ চার্জ হিসেবে কেটে রাখে অ্যাপল। যা অনলাইন মার্কেটিং জায়ান্ট অ্যামাজনের ক্ষেত্রে তুলনামূলক কম।

গত জুলাই মাসে হাউস জুডিশিয়ারি কমিটির এক শুনানিতে কুক জানিয়েছিলেন, নির্দিষ্ট নীতিমালা মেনে যে কোন অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠান প্রদেয় বিলের ক্ষেত্রে মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার কুককে পাঠানো এক চিঠিতে ডিজিটাল কন্টেন্ট নেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাসন কিন্ট জানান, যে সকল নীতিমালা মেনে অ্যামাজনের অ্যাপ প্রদেয় বিলের ক্ষেত্রে মূল্যছাড় সুবিধা পাচ্ছে সেই সকল নীতিমালা মেনে গণমাধ্যমগুলো অ্যাপল থেকে একই সুবিধা নিতে আগ্রহী।