আস্ত ছাগল গিলতে গিয়ে ধরা পড়ল অজগর

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের লাউয়াছড়া বনের পাশে রাধানগরে বুধবার বিকেলে একটি আস্ত ছাগল গিলতে গিয়ে ধরা পড়েছে একটি অজগর সাপ।

শামসুল হক নামে এক স্থানীয় ব্যবসায়ী সাপটি ধরেন।

শামসুল হক জানান, গ্রামে প্রায়ই ছাগল খেয়ে ফেলে অজগর। ১৫ দিনে আগেও এক গরিব কৃষকের একটি ছাগল খেয়েছে। বুধবার একটি আস্ত জ্যান্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা করলে তার মালিক তাকে ডাক দেন। পরে ২-৩ জনের সহযোগিতায় তিনি অজগরটি ধরেন। ছাগলটি উদ্ধার হলেও বাঁচানো যায়নি। বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন,গরিব কৃষকদের ক্ষতি হচ্ছে তাই তাদেরকে বন বিভাগ কিছু ক্ষতিপূরণ দিলে সাপ ও কৃষক উভয়ের লাভ হতো।