ইউএনওকে হাতুড়িপেটা: বাড়ির দুই কাজের মেয়ে আটক

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

ধলাই ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কাজের মেয়েকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- জবেদা ও আরসোলা। রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম। তিনি বলেন, তাদের জেলা ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।