ইউটিউবের বিরুদ্ধে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতার মামলা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক মামলা করেছেন ইউটিউবের বিরুদ্ধে। ওজনিয়াকের অভিযোগ, তার ছবি ও ভিডিও ব্যবহার করে ইউটিউবে অনেকেই প্রতারণা করছেন। এই সুযোগ সৃষ্টির জন্য ইউটিউবকে দায়ি করেছেন তিনি।

স্টিভ ওজনিয়াক উল্লেখ করেন, টুইটার হ্যাকের মতোই প্রতারণার ঘটনা ঘটেছে। যেখানে স্ক্যামাররা অন্যদের সঙ্গে প্রতারণা করে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সিতে তার মুক্তিপণ আদায় করছেন।

ইউটিউবের বিরুদ্ধে এমন সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা না নেয়ার মতো ব্যর্থতার অভিযোগ করেছেন ওজনিয়াক। এদিকে গুগল জানিয়েছে, এমন ‘গুরুত্বর অপরাধ’ সম্পর্কে তারা ব্যবস্থা নিয়ে সতর্ক পদক্ষেপ নেবে।