
ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রিজ ভেঙে ব্যাটারিচালিত একটি অটোরিকশা খাদে পড়ে ৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। প্রাথমিক নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলকারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার একটি বেইলি ব্রিজ ভেঙে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে গেছে। অটোরিকশাতে থাকা ৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।