ইয়েমেনে যুদ্ধবিরতির মধ্যেই ২১৭ বেসামরিক নিহত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনের বন্দর নগরী আল-হুদায়দায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও হুথি বিদ্রোহীদের হামলায় ২১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই সহস্রাধীক লোক।

সোমবার দেশটির সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী ‘জায়ান্টস ব্রিগেডস’ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তারা জানায়, জাতিসংঘের উদ্যোগে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই যুদ্ধ বিরতি ভঙ্গ করে হুথি বিদ্রোহীরা হামলা চালায়।

এতে ২১৭ জন নিহত ও ২ হাজার ১৫২ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। মূলত বিভিন্ন এলোমেলো হামলা, সড়ক ও কৃষি জমিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ইত্যাদির ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

জায়ান্টস ব্রিগেডস যুদ্ধ বিরতির মধ্যেও হওয়া হামলায় বেসামরিকদের মৃত্যু ঠেকাতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘকে দোষারোপ করেছে।

গত বছরের ডিসেম্বরে সুইডেনের রাজধানী স্টকহোমে ইয়েমেনের সরকার প্রতিনিধি ও হুথি বিদ্রোহীদের মধ্যে হুদায়দায় অস্ত্র বিরতি চুক্তি সম্পাদিত হয়। তবে খুব দ্রুতই তা আবার লংঘনও হয়। সরকার এবং হুথি বিদ্রোহীরা এই চুক্তি লংঘনের ঘটনায় একে ওপরকে দোষারোপ করে আসছে।

সূত্র : আনাদলু এজেন্স