ঈদুল আযহা উপলক্ষে কমলগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী মো: আনহার আলীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় গরীব ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কমলগঞ্জ ভানুগাছ চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন মাঠে হতদরিদ্র প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্রসামগ্রী তুলে দেন ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: আনহার আলী।

কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ভানুগাছ চৌমুহনী জামে মসজিদের সভাপতি  মো: সিদ্দেক আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হাসান বখ্ত এর সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার এসআই জনাব এলাহী, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল হক বদরুল,, ভানুগাছ বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশিদ মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভানুগাছ চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম, বিশিষ্ট ব্যবসায়ী- মীর জাহিদ আলী, ব্যবসায়ী- হারুনুর রশিদ, ভানুগাছ সিএনজি গ্রুপ কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ব্যবসায়ী- জুয়েল আহমেদ, সেলিম আহমেদ, জনাব আলী, হাবিবুর রহমান হাবিব সহ সাংবাদিকবৃন্দ।