ঈদ উপলক্ষে কমলগঞ্জে ভিজিএফ চাল বিতরণ

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯
ছবি- ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের ৫টি ইউনিয়নের ৩ হাজার ৯২৪ জন দরিদ্র ও দুঃস্থ্যের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) সকাল থেকে শমশেরনগর, মুন্সীবাজার, আলীনগর, রহিমপুর ও আদমপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শমশেরনগর ইউনিয়নে ৮৫১ জন, মুন্সীবাজার ইউনিয়নে ৪৯১ জন, আলীনগর ইউনিয়নে ৭৮৭ জন, রহিমপুর ইউনিয়নে ৯৩৫ জন ও আদমপুর ইউনিয়নে ৮৬০ জনের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। ৫টি ইউনিয়নে মোট ৩ হাজার ৯২৪ জন দরিদ্র ও দুঃস্থ্যের মাঝে মোট ৫০ হাজার ৮৬০ কেজি চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষে এই বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছ্