উখিয়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, ২ রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২৪ ব্লকের মৃত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও বি-৩৪ ব্লকের বাসিন্দা গোলাম কাদিরের ছেলে রিদুয়ান (২৬)।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় (এলজি) অস্ত্রের অংশবিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছুরি, ১১ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগজিন ও চারটি শটগানের কার্তুজ এবং দুটি মরদেহ পাওয়া গেছে। সুরতহাল শেষে নিহত রোহিঙ্গাদের মরদেহ রাতেই উখিয়া থানায় নিয়ে আসা হয়। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।