উত্তরখানে বাসা থেকে পচন ধরা তিনটি মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরখানের ময়নারটেক এলাকায় তালাবদ্ধ একটি বাসা থেকে পচন ধরা তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তরখান থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

নিহত মায়ের নাম জাহানারা খাতুন মুক্তা(৪৭)। ছেলের নাম মুহিব হাসান রশ্মি(২৮) এবং শারীরিক প্রতিবন্ধী মেয়ের নাম আফিয়া সুলতানা মিম(২০)। দুই সন্তানের বাবা মৃত ইকবাল হোসেন।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পচা গন্ধ পেয়ে আশপাশের মানুষ থানায় খবর দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। মরদেহে পচন ধরেছে। বাইরে থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। দরজা ভেঙে দেখা যায় তিনটি মরদেহ পড়ে আছে। শরীরে আঘাত রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিহতদের স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।