শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত দিনের ব্যবধানে তিনটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
গত সোমবার ও ২০, ২৩ মে পৃথক জায়গা থেকে এই সাপগুলো উদ্ধার হয়।
সোমবার ৮টার দিকে শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি সাড়ে ৬ ফুট লম্বা বলে জানিয়েছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, শঙ্খিনী সাপটিকে ঘরের ভেতরে দেখতে পেয়ে বাসার মানুষ আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। সাপটি পুরোপুরি সুস্থ আছে। আমরা শিঘ্রই সাপটি অবমুক্ত করে দেবো। বনের পরিবেশ নষ্ট হওয়ার কারনে সাপসহ বিভিন্ন প্রানী প্রায়ই বন ছেড়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ জন্য বনের পরিবেশ রক্ষা করতে হবে সবাই মিলে।
শঙ্খিনী/ভোতালেজ কেউটে/ডোরা কাল কেউটে বা ডোরা শঙ্খিনী বলা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus এটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ।