এরশাদের মৃত্যুতে কমলগঞ্জে জাতীয়পার্টির জরুরী সভা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে এরশাদের মৃত্যুতে জাতীয়পার্টির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ১৪জুলাই কমলগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়পার্টির উদ্বোগে ভানুগাছ ষ্টেশন রোডস্থ রফিক ডেকোরেটার্সে বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: দুরুদ আলীর সভাপতিত্বে এবং মো: লুতফুর রহমানের সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

 উক্ত সভায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: রফিকুল আলম, উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি মো: আব্দুল মতিন, পৌর জাতীয় পার্টির আহবায়ক এম.এ. ওয়াহিদ রুলু, যুগ্ম আহবায়ক-  মো: আব্দুল মুক্তাদির, কমলগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি মো: লুতফুর রহমান, ৫নং সদর ইউ,পির জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান (আজি), আদমপুর জাতীয়পার্টির সভাপতি- মো: মকবুল হোসেন। আলীনগর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি- মো: আব্দুস সালাম, উপজেলা জাতীয়পার্টির প্রচার সম্পাদক- মো: আবু বক্কর প্রমূখ।

শুরুতেই ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আজ থেকে ৩দিন উপজেলা সর্বত্রে শোক দিবস পালন করা হবে এবং এই উপলক্ষে  কমলগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের সদস্যরা কালো ব্যজ ধারণ করবে।