এসটিএল ও এপিসিএলের মধ্যে সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: বিদ্যুৎ সরবরাহ সরঞ্জামাদী নির্মাণের স্বনামধন্য প্রতিষ্ঠান সিলভান টেকনোলোজিস লিমিটেডের (এসটিএল) পণ্য বৈদ্যুতিক ট্রান্সফর্মার, সাব স্টেশন সামগ্রী ও স্টিল বিল্ডিং স্ট্রাকচার চট্টগ্রাম বিভাগের সর্বত্র বাজারজাত করবে এম্বিশন পাওয়ার কন্ট্রোল লিমিটেড (এপিসিএল)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় এসটিএল এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসটিএল এর ব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী শরীফুল ইসলাম চৌধুরী এবং এপিসিএলের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী শরীফ মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসটিএল সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, থ্রি ফেজ ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মারসহ সম্পূর্ণ সাব স্টেশন উৎপাদন করে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছে।