কদমতলীতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু, পুড়লো ২১টি ঘর

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: রাজধানীর কদমতলীতে আগুনে দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট ২১টি ঘর পুড়ে গেছে।

সোমবার রাত পৌনে ৩টার দিকে শ্যামপুর বরইতলা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

একটি একতলা ভবনের ছাদের ওপর টিনশেড ২১টি ঘর বানিয়ে নিম্ন আয়ের মানুষদের ভাড়া দেওয়া হয়েছিল। সেখানের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।  ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সেখানের পুড়ে যাওয়া একটি ঘর থেকে দেলোয়ার (১৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার স্থানীয় একটি রুলিং মিলে কাজ করতেন। ওই ঘরে তিনি একাই বসবাস করতেন।

বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।