কমলগঞ্জের আদমপুরে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে গরু!

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ৮, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে উত্তরভাগ মধ্যভাগ এলাকাসহ বিভিন্ন গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গরু । স্হানীয় সমাজসেবক মো. সমিজ মিয়া, জিল্লুর রহমান জানান, গত কয়েকদিন থেকে আদমপুরের বিভিন্ন এলাকায় গৃহস্থলি গরুর মাঝে অজ্ঞাত রোগ দেখা দিয়েছে, আর রোগে আক্রান্ত্র হয়ে মারা যাচ্ছে অনেক গরু। গত কাল উত্তরভাগ এলাকার নুরুল হক, সদেক হোসেন ও শফিক মিয়ার প্রায় দেড় লক্ষাধিক টাকার তিনটি গরু এ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মারা যায় । এতে আতংক ছড়িয়ে পড়েছে গৃহস্থালিদের মাঝে । কেউ বলছেন রোগটির নাম এনথ্রাক্স, আবার কেউ বলছেন এটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা জীবাণু । স্হানীয় ইউপি সদস্য বশির খান বলেন, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের দ্রুত হস্তক্ষেপ করা জরুরী নতুবা কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তিনি আরো জানান, এই অজ্ঞাত রোগের কারণে এ এলাকায় গরুর মালিক, গরু ব্যবসায়ী গরু খামারীরা রয়েছেন চরম আতংকে । এ ব্যাপারে জানতে চাইলে প্রাণী সম্পদ বিভাগের আদমপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিখিল সিংহ বলেন, এখনো বুঝা যাচ্ছে না এটি কোন ধরনের রোগ বা ভাইরাসের সংক্রমণ । দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে এলাকায় বলেও জানান তিনি ।