কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপীনগর নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সালিশ বিচারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুন নূর মাষ্টার (৭১) গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিক রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৩টায় গোপীনগর বেলনী ফুটবল মাঠে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের জানাযার নামাজ শেষে নিজ পারিবারিীক কবরস্থানে দাফন করা হয়েছে।
আব্দুন নূর মাষ্টারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, উপজেলা সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন।