কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে দুইদিনব্যাপী বিজ্ঞান উৎসব

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: নিত্য নতুন গবেষনা আর গ্রামভিত্তিক বিজ্ঞান চিন্তাগুলোকে লোকজ জ্ঞানের সমন্বয়ে ছড়িয়ে দেওয়ার লক্ষে“মনিপুরী বিজ্ঞান প্রজন্মের” আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের রানীর বাজার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে দুইদিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে এই বিজ্ঞান উৎসব শুরু হয়।

এবারের উৎসবে কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীর অংশ গ্রহনে ৫টি প্রজেক্ট ভিত্তিক ক্লাস ও সাধারণ দর্শণার্থীদের জন্য কয়েকটি এক্টারর্নাল প্রজেক্ট,এ-টু-আই কর্ণার ছিল। উৎসবের আহ্বায়ক শংকর সিংহ জানান, এসব বিষয় ভিত্তিক অংশগ্রহনকারীদের মাঝ থেকে বছাই করে সেরাদের পুরষ্কৃত করা হবে।

সমাপনী দিনে শনিবার (১৭ আগষ্ট) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উৎসব পরিদর্শণ শেষে নির্বাচিত সেরাদের পুরস্কার প্রদান করবেন সুনামগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মানস কান্তি বিশ্বাস।

মণিপুরী বিজ্ঞান প্রজন্মের মহা- পরিচালক ব্রজেন্দ্র কুমার সিংহ ও পরিচালক সুজিৎ কুমার সিংহ জানান, তরুনদের নিয়ে গঠিত বিজ্ঞানভিত্তিক সংগঠন “মনিপুরী বিজ্ঞান প্রজন্ম”। সংগঠনটি কমলগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে সুবিধাবঞ্চিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকে। ২০১৬ সাল থেকে গটিত এ সংগঠন ইতিমধ্যেই বিজ্ঞান উৎসব, কয়েকটি জ্যামিতি ও আইসিটি বিষয়ক ক্যাম্পেইন পরিচালনাসহ কিছু আঞ্চলিক বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশ গ্রহন করেছে।

অদূর ভবিষ্যতে সংগঠনটি মূলধারার বিজ্ঞান বিষয়ক সংগঠনগুলোর সাথে তাল মিলিয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন নিশ্চিত করার পরিকল্পনা করছে। তার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার বিকেন্দ্রীকরণের মাধ্যমে এসডিজি-৪, এসডিজি-৫ ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সাধ্যমত পদক্ষেপ গ্রহনের চেষ্টা করছে। যথাযোগ্য পৃষ্ঠপোষকতা পেলে এ সংগঠনটি অন্যান্য বড় বড় সংগঠনের সাথে তাল মিলিয়ে অনেক দূর কাজ করে যেতে পারবে।