স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামে জামায়াতের লোক কর্তৃক সরকারী রাস্তা ও ভিটের মাটি কাটার প্রতিবাদ করায়, ভিটের মালিক ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার মিয়াসহ তার স্ত্রী ও ছেলের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
আমাদের পরিবারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে কুচক্রি মহলটি আমার পিতা ইউসুফ মিয়া ও চাচা আক্কল মিয়ার নেতৃত্বে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে ভরাট ভিটা থেকে মাটি খনন করে নেয়ার সময় সাত্তার মিয়াসহ তার স্ত্রী নেকজান বিবি ও ছেলে মোতালিম মিয়াকে পিটিয়ে আহত করা হয়েছে এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশ করা হয়। যা সম্পুর্ন মিথ্যা , বানোয়াট ও মানহানিকর। আমার পরিবারের সদস্যরা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়।
গত বৃহস্পতিবারে সত্তার মিয়ার বাড়ির পাশ দিয়ে পানি নি:স্কাসন এর জন্য করা একটি ড্রেনের বিষয়কে অন্নভাবে প্রবাহিত করতে একটি স্বার্থন্নেশী মহল বলছে, কয়েক বছর ধরে জামায়েত নেতা আক্কল মিয়া ও তার আত্মীয় স্বজনরা সাত্তার মিয়ার ভূমি সহ স্থানীয় আরো কয়েকজনের ভূমি জবর দখলের চেষ্টা করে আসছে। জামায়াত সদস্য আখ্যায়িত করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করানোর মানে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।