কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পৌরসভার আর্থিক সহায়তা

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভার পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভানুগাছ বাজারের তুলা কারখানার মালিক মোতাহের মিয়াকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কাউন্সিলর মো. আনোয়ার হোসন, গোলাম মুগ্নি মুহিত, রাসেল মতলিব তরফদার, রফিকুল ইসলাম রুহেল প্রমুখ।

উল্লেখ্য, ভানুগাছ বাজারস্থ জবা মিয়ার কলোনিতে মোতাহের মিয়ার তুলার গুদামে গত মঙ্গলবার সকাল ৯টায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানা ও গুদামে থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন কারখানা মালিক মোতাহের মিয়া ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।