কমলগঞ্জের শমশেরনগরে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন
কমলগঞ্জ সংবাদদাতা: “সুস্থ দেহ সুস্থ মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে বিপুল উৎসাহ উদ্দীপনা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সকালে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য ও মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।
এর আগে রোববার সকালে মিলাদ ও দোয়া আয়োজনের মাধ্যমে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু হয়।
সুন্দর একটি মনোরম পরিবেশে, কম্পিউটারাইজড পদ্ধতিতে সকল চিকিৎসা ব্যবস্থা ও পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের উন্নত সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হবে বলে আশা করছেন এর সাথে সম্পৃক্ত সকলে। প্রতিষ্ঠানে পরিচালকরা জানান, শমশেরনগরে এই প্রথম আধুনিক ও উন্নত প্রযুক্তির মেডিক্যাল স্বাস্থ্যসেবা দিবে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।