কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ জুন) রাত ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টায় দিকে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের কাঁঠালকান্দি গ্রামের গ্রাম্য ছোট বাজারে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে কমলগঞ্জস্থ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই বাজারে অবস্থিত মনাফ আলীর মুদি দোকান ও ডা. কনক ভট্টাচার্যের ওষুধের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডের কারণে তাদের দোকানের অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।