কমলগঞ্জে অবশেষে ধরা পড়লো লাগামহীন ঘোড়াটি!

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকা হতে একটি মালিকবিহীন লাগামহীন ঘোড়া মদনমোহন পুর চা বাগান, মাধবপুর চা বাগানসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় তান্ডব চালায়।

অবেশেষে মনিপুরি এলাকায় গিয়ে ধরা পড়ে ঘোড়াটি। মাধবপুর চা বাগানের রহিম উদ্দিন বলেন, রাত দুই টার দিকে মানুষের চিৎকার শোনে বাড়ির বাহিরে এসে দেখি লাল রং এর একটি লাগামহীন ঘোড়া এদিক সেদিক ছুটাছুটি করছে, প্রথমে চা- শ্রমিকরা ঘোড়াটিকে অদৃশ্য কোন শক্তি মনে করে অনেকে দূর থেকে ঘোড়াটিকে ভক্তি দিতেও দেখেছি আবার অনেকে চেষ্টা করেছে ঘোড়াটিকে ধরতে কিন্তু ভয়ে ধরেনি। তারপর ঘোড়াটি ভানুগাছের দিকে চলে গেছে। এদিকে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে মাধবপুর ইউনিয়নের শিঁব বাজার এলাকার বামনগাঁও গ্রামের একটি বাড়ির উঠানে ঘুরাঘুরি করার একপর্যায়ে গ্রামবাসী সবাই মিলে অনেক কষ্ট করে গিয়ে ঘোড়াটিকে আটক করে।

স্হানীয় সমাজসেবক উপেন্দ্র কুমার সিংহ বলেন, এখনও ঘোড়াটি গ্রামের একটি বাড়িতে আটক রয়েছে। কেউ ঘোড়াটির খোঁজ নিতে আসেনি। আমাদের পক্ষ থেকে বিষয়টি কমলগঞ্জ প্রশাসন কে জানানো হবে।