স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের প্রভাবে বিগত ২ মাসের লগডাউনে কর্মহীন হয়ে পড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের শ্রম-জীবী মানুষরা।
দেশের এই সংকটময় মুহুর্তে কর্মহীন হয়েপড়া কমলগঞ্জ পৌরসভার চন্ডিপুর এলাকার মেয়ে জান্নাত ফেরদৌস এই অসহায় মানুষদের পাশে ১ম নারী হিসাবে এগিয়ে এসছেন।
শুক্রবার (৮মে) দুপুরে কমলগঞ্জের পৌর এলাকার চন্ডিপুর গ্রামে কর্মহীন নিম্ন আয়ের শ্রম-জীবী দিনমুজুর হতদরিদ্র প্রায় ৫০ পরিবারের মাঝে জনপ্রতি ৫কেজি চাল, ১কেজি ছুলা, ১কেজি আলু সহ প্রায় ৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্ট ালের সম্পাদক ও প্রকাশক আশরাফ সিদ্দিকী পারভেজ সহ জান্নাত ফেরদৌসের পরিবারের অন্যান্য সদস্যরা।
পরিস্থিতি বিবেচনায় জান্নাত ফেরদৌস এর অভাবী মানুষদের পাশে ১ম নারী হিসাবে দাঁড়ানোকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতনরা।
তিনি বলেন, যতদিন করুনা তাকবে ততদিন আমার সাধ্যমত আমি গরীবের পাশে থাকব। দেশের এই ক্রান্তিলগ্নে কারো বিন্দু পরিমান উপকার করতে পারি আমার জীবন স্বার্থক।