কমলগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রথমবারের মত আদিবাসী সাঁওতাল আমন্ত্রণমূলক এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। মাধবপুর চা বাগানের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের আয়োজনে গত শুক্রবার সকাল ৯ টা থেকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল সাঁওতাল পাড়া ফুটবল মাঠে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্ণামেন্টে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন চা বাগানের আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকাল ৫ টায় ফাইনাল খেলায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী কাকনীমাড়া চা বাগানের সোনারবাংলা স্পোর্টিং ক্লাব ও একই উপজেলার লালচান চা বাগান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ের মধ্যে গোল শুন্যভাবে শেষ হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে লালচান চা বাগান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে কাকনীমাড়া চা বাগান সোনারবাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা আয়োজন কমিটির সভাপতি যহন বেসরার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু। কাসেম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য কৃষ্ণ লাল দেশয়ারা, সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী সিলেট বিভাগের সভাপতি রতন সাঁওতাল, সাবেক ফুটবলার মোসলেম উদ্দিন মুসা,আওয়ামীগ নেতা শফিক মিয়া, আব্দুল আলিম প্রমুখ।
টুর্ণামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রাজু বেসরা। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিজয়ী দল ও রার্নাসআপ দলের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।