
কমলগঞ্জ প্রতিনিধি: ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা- ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও অভিবাসী পরিবারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার, সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, সোনালী ব্যাংক শমসেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার, ইসলামী ব্যাংক শমসের নগর শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, রেমিট্যান্স যুদ্ধা সালেহ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান রহ্জু প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, ব্যসায়ী ও অভিবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৩ জন অভিবাসী পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
সম্মাননা ষ্মারক পেলেন যারা..
সালাউদ্দিন আহমেদ, মো: সাইদুল হক, মো: সাহেব আলী, শামসুন্নাহার, বোরহান উদ্দিন, মো: জাকির হোসেন, সালেহ আহমদ, রায়হান মিয়া, মো: সেলিম, মো: রোকন উদ্দিন, আমিনুর রশিদ, আনোয়ার মিয়া ও হানিফ মিয়া।