কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”, “করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

এ উপলক্ষে সোমবার কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন। অনুষ্ঠানে ৪৬ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগীতায় ৩ জন মহিলাকে পুরষ্কার প্রদান করা হয়।