স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে আল-ফালাহ ইসলামি সোসাইটির নবনির্বাচিত (২০২৪-২৬) সেশনের অভিষেক অনুষ্ঠান ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার রাত ৯ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে আল-ফালাহ ইসলামি সোসাইটির সোসাইটির প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।
আল-ফালাহ ইসলামি সোসাইটির সভাপতি খালেদ বিন শাওকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, আল-ফালাহ ইসলামি সোসাইটির উপদেষ্টা সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য মোতাহের আলী, আল-ফালহ ইসলামি সোসাইটির উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, যুবলীগ নেতা জিল্লুর রহমান, উপজেলা ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি ফাত্তাউর রশীদ চৌধুরী মাহফুজ প্রমূখ।
নোয়াগাঁও গ্রামে ঐতিহ্যবাহী আল-ফালাহ ইসলামী সোসাইটি নামের এই সংঘটন টি মেধা লালন, ইসলামিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতা এবং বঞ্চিত অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে ও অসহায় দুস্থদের পাশে দাড়াতে সংগঠনটি ১৯৯৫ সালে গঠিত হয়। এই সংগঠন তাদের অর্থায়নে সহস্রাধিক মানুষকে ফ্রি চক্ষু শিবিরের মাধ্যমে চিকিৎসা প্রদান, শতাধিক মানুষকে চক্ষু অপারেশন ও চোখে ল্যান্স লাগানোসহ দেড় শতাধিক পরিবারকে নলকুপ স্থাপন করে দিয়েছে। বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে মানুষের পাশে দাড়ায় এ সংগঠনটি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সদস্যরা।
পরে অনুষ্টানে উপস্থিত বিভিন্ন শেণীপেশার লোকজনের মাঝে সংগঠনের পক্ষ থেকে শিরনী বিতরণ করা হয়।
উল্লেখ, সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুযায়ী ৩ বছরে জন্য ১১ তম নতুন কমিটি গঠন করা হয়েছে গত ২৯ শে জুন শুক্রবার বিকাল ৫ ঘটিকায় নোয়াগাঁও এ সংগঠনটির অস্থায়ী কার্যলয়ে। নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি খালেদ বিন শাওকীর সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত সকল সাধারণ সদস্যগনের সর্বসম্মতিক্রমে খালেদ বিন শাওকীকে পুঃনরায় সভাপতি এবং নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক নিবার্চিত করে ১০৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।