কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উইমেন্স এন্ড ই কমার্সের উদ্যোগে উই হাটবাজার মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কমলগঞ্জের জেলা পরিষদ অডিটরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার মো. রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ মহিলা ক্লাবের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা উই’র সভাপতি ফাতেমা কবির মুক্তাসহ উদ্যোক্তারা।
মেলায় ১২ টি স্টলে হাতে তৈরী মণিপুরি শাড়ি, ওড়না, ব্লাউজের কাপড়, পিঠা-পুলি, সো পিছ, হ্যান্ড পেইন্টিং, ব্লকপ্রিন্ট ও বুটিকসহ বিভিন্ন পণ্যে পসরা সাজানো হয়। মেলায় আশা ক্রেতারা অল্প টাকায় মানসম্মত পণ্য কিনতে পেরে খুশি।
মেলার আয়োজকরা জানান, একদিনে তাদের অনলাইন পেইজ ও সরাসরি ১০ লাখ টাকার উপরে বিক্রির আশা করছেন।
উদ্যোক্তা মনিতা চানু বলেন, তারা দৈনন্দিন কাজের পাশাপাশি ই-মার্কেটিংয়ের মাধ্যমে মাসে ৫০ হাজার টাকার উপরে রোজগার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে উই একটি ইতিবাচক ভূমিকা রাখছে। ঘরে বসে মহিলারা ইন্টারনেট ব্যবহার করে তাদের তৈরীকৃত পণ্যগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এবং এতে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।