
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজকে এমপিওভুক্তি করনের দাবীতে কলেজের সম্মুখে কমলগঞ্জ-আদমপুর সড়কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহনে বিশাল মানববন্ধন অনুষ্টিত।
সোমবার দুপুর ১১টা থেকে শুরু হওয়া দীর্ঘ অর্ধ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধনটি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। এই দীর্ঘ সময়ব্যাপী মানববন্ধন চলাকালে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তায় প্রায় হাজার হাজার যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ এসে অনুরোধ জানালে রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মানবন্ধন চলাকালে পথসভায় একাত্বতা পোষন করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরপদার, কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ, জেলা পরিষদ সদস্য রেজওয়ানা ইয়াসমিন সুমি, ইমতিয়াজ আহমেদ বুলবুল, মুজিবুর রহমান রঞ্জু, মো: সালাউদ্দিন, আব্দুর রাজ্জাক রাজা, সাব্বির এলাহী, প্রণীত রঞ্জন দেবনাথ, প্রভাষক শর্মিলা সিনহা, এম এ ওয়াহিদ রুলু, রাসেল হাসান বক্ত, রুপেন কুমার সিংহ, মোশাহিদ আলী, শিক্ষার্থী তিশা মামুন প্রমুখ।
উল্লেখ যে, কলেজটি দীর্ঘ ১৯ বছরেও এমপিওভূক্ত না হওয়াতে এ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মানসিকভাবে হতাশ হয়ে পড়েছেন। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির যুগে আর্থিক অভাব-অনটনের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। কলেজে বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। মানববন্ধন শেষে কলেজটিকে দ্রুত এমপিওভূক্ত করার দাবী জানিয়ে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাক্ষরীত স্মারক লিপি উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি ও স্থানীয় সংসদ সদস্য বরাবরে প্রেরণ করা হয়।
আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতিসম্প্রতি এমপিওভুক্তির তালিকায় কলেজের নাম না থাকায় আমরা চরম হতাশায় আছি।
দ্রুত কমলগঞ্জ উপজেলার নারী শিক্ষার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজটিকে এমপিওভূক্ত করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবী জানান।