কমলগঞ্জে এবার নিম্নবিত্তদের কাছে ২ টাকায় ইফতার বিক্রি করবে বন্ধন

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ১৭, ২০১৯

স্টাফ রিপোর্ট: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এবার নিন্মবিত্ত রোজদার ব্যক্তির কাছে দুই টাকায় ইফতার বিক্রি করবে বন্ধন নামের একটি সমাজ সেবামূলক সংগঠন ৷ সংগঠনটির সম্পাদক তারেকুল ইসলাম পাটোয়ারী জানান, পবিত্র রামাদ্বান মাস সিয়াম সাধনা ও আত্নশুদ্ধির মাস ৷ এই মাসে আল্লাহ তা’লাৱ ইবাদাত যেন আৱো সহজসাধ্য হয় সেজন্য আমৱা আয়োজন করেছি ২ টাকায় ইফতার বিক্রয় ক্যাম্পেইন৷ রমজান মাস এলে দেখা যায়, সমাজের এক শ্রেণীর ব্যবসায়ীরা অন্যান্য মাসের তুলনায় ৱমজান মাসে তার মূল্য বাড়িয়ে দেন প্রায় দ্বিগুণ৷ সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় যখন ইফতারের সময় হয় তখন ইচ্ছা থাকলেও ভালো খাদ্য সমগ্রী দিয়ে ইফতার করতে পারেনা নিম্নবিত্ত আয়ের মানুষগুলো। আমরা সেই নিম্নবিত্ত পরিবারের লোকদের জন্য কিছু করতে চাই৷ সারাদিন রোজা ৱাখার পর সন্ধায় ইফতারের সময় তাদের মুখে তৃপ্তির হাসিটিই দেখতে চাই আমৱা৷ সেই লক্ষেই আমাদের এই “বন্ধন” সংগঠন কমলগঞ্জ এর আয়োজনে দুই টাকায় প্রায় দশটি আইটেমের ইফতার বিক্রয়ের কর্মসূচি আগামী ১৪ রমদ্বান ভানুগাছ বাজারের ১০ নং পয়েন্টে অনুষ্টিত হবে। এদিন দুই শতাধিক অসহায় মানুষকে দুই টাকায় ইফতার বিক্রয় করবে এবং ইফতারেৱ সময় রোজা ভাঙ্গার জন্য পথচারীদের মধ্যে পানি ও খেজুর বিনামূল্যে বিতরণ করবে৷ তিনি আরো বলেন ,আমরা কাউকে ফ্রি ইফতার খাওয়াতে চাইনা,আমরা চাইনা আমাদের কাছ থেকে কেউ ফ্রি ইফতার নিতে তার আত্নসম্মানবোধে লাগে ৷ তাই আমরা তাদের কাছে ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রি করবো ৷ তবে যেহেতু প্রাপ্ত টাকাগুলো অসহায়দের কাজেই ব্যায় হবে তাই বিত্তবানরা ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করতে পারবেন এই ইফতার সামগ্রী ৷ আমরা চাই আমাদেৱ মতো সেচ্চাসেবী সংগঠনগুলোও এরকম কর্মসূচি শুরু করুক।