কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা বাতিল ঘোষনা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: ১৯৬৫ সালের পর এই প্রথম মৌলভীবাজারের কমলগঞ্জে দুইশত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা করোনা ভাইরাসের কারনে বাতিল ঘোষনা করা হয়েছে। প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে ১৩ ও ১৪ এপ্রিল দুইদিন ব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চড়ক পূজা ও মেলা অনুষ্টিত হয়। কিন্তু এ বছর সরকারের লোকসমাগম নিষেধজ্ঞার কারণে আয়োজক কমিটি বাতিল ঘোষনা করেছে।

চড়কপুজা ও মেলা আয়োজক কমিটির সভাপতি অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরী দিঘীর পারে চড়কপুজাটি দুইশতবছর আগ হতে ঐতিহ্যবহন করে প্রতিবছর ১৩ ও ১৪ এপ্রিল ২ দিনব্যাপী অনুষ্টিত হতো। এই চড়ক উৎসব দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার লোকের ঢল নামে। চড়ক পূজা উপলক্ষে বিশাল মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমারী জিনিসপত্রের উঠতো। কিন্তু সরকার নির্দেশে সকল ধরনে লোক সমাগম বন্ধ থাকায় এবারের চড়ক পুজা ও মেলা বাতিল করা হয়েছে। কারণ মেলায় ও চড়ক পুজায় হাজার হাজার মানুষের ঢল নামে।