কমলগঞ্জে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ই বাড়ী এলাকায় প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা থাকায় সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কের এ অংশ পাকা করণের দাবী জানিয়ে এলেও কোন কাজ হয়নি। এবার এ কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

করিম বাজার থেকে নতুন বাজার মসজিদের পাশ হয়ে এই এলাকার ফরেস্ট অফিস, মেম্বারের বাড়ী পর্যন্ত । এবং নতুন বাজার প্রাইমারি স্কুল থেকে কালাছড়া সিমানা পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে ধানের চারা রোপন করে সে এলাকায় বসবাসরত এলাকাবাসী ।

স্হানীয়রা জানায়, এই দেড় কিলোমিটার কাঁচা সড়কের কারণে বর্ষা মৌসুমে তাদের কষ্টের শেষ নেই। দীর্ঘ দিন ধরে সড়কটির মাপযোগ নেওয়া হচ্ছে, কিন্তু পাঁকা করণের কোনো খবর নেই। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটির বেহাল দশার কথা জনপ্রতিনিধিদের বার বার জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ জানিয়েছি। সড়ইবাড়ী এলাকাবাসী ও প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর একমাত্র চলাচলের সড়ক এটি। বৃষ্টির সময় অন্যের বাড়ির উপর দিয়ে বিদ্যালয়ে যেতে হয় এসকল শিক্ষার্থীদের। শুধু তাই নয় স্থানীয় বাজারে এলাকাবাসী দাবী জানিয়ে বলেন দেশে অনেক উন্নয়ন হয়েছে বা হচ্ছে। এই সড়কে পাকা করণের বিষয়েও সংশ্লিষ্টরা দ্রুত সিদ্ধান্ত নিবেন । স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য আমেনা বেগম মুঠোফোনে জানান, অনেক রাস্তা পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। সেগুলোর মধ্যে ওই রাস্তাটিও আছে।