কমলগঞ্জে কালনী ট্রেন থেকে গলাকাটা অবস্থায় হরিণ উদ্ধারঃ বন বিভাগের মামলা

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

কমলগঞ্জ প্রতিনিধি; মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঢাকাগামী কালনী ট্রেন থামিয়ে একটি হরিণ জবাই করে ট্রেনে তুলতে দেখা গেছে কয়েকজনকে। এ রকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ট্রেনের যাত্রীর ধারন করা ছবিতে দেখা যায়, ঢাকাগামী কালনী ট্রেন উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এ সময় মুখে দাঁড়ি ও সার্ট পড়া এক ব্যাক্তি হরিণটিকে জবাই করে দ্রæত ট্রেনে উঠছেন। তার পিছনে আরও কয়েকজন জবাই করা হরিণকে নিয়ে ট্রেনে উঠেন। তবে হরিণ জবাই কারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ট্রেনের যাত্রী আতিকুর রহমান শিবলু বলেন, লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে দেখা যায় একটি হরিণকে জবাই করে কয়েকজন ট্রেনে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।
গত বুধবার সকাল ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের কাছে বস্তবন্দি অবস্থায় জবাই করা হরিণটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, শ্রীমঙ্গল স্টেশনে থামলে ট্রেনের ইঞ্জিন রুমে একটি বস্তা দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দৃস্কৃতিকারীরা জবাই করা হরিণ বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি হরিণটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল। তবে আঘাত গুরুতর ছিলোনা। জবাই না করলে হয়তো বেঁচে যেতো। তিনি আরো বলেন, এর গলা একটি ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। বাদামী রঙের এই হরিণীর বয়স আনুমানিক দুই বছর হবে। এর উচ্চতা ০.৫৬ মিটার এবং দৈর্ঘ্য ১.২২ মিটার।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার মো: সাখাওয়াত বলেন, ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত এবং এ বিষয়ে মামলা করা হয়েছে। মৃত হরিণটি মাটি চাপা দেওয়া হয়েছে। যারা হরিণকে জবাই করেছে তাদেরকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।