কমলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি অফিস এর আয়োজনে রবি/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদণা কর্মসুচীর আওতায় বোরো, গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম এবং ও খরিফ-১ মৌসুমী গ্রীস্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ প. মো: আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলাউদ্দিন
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের মোট ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদণা কর্মসুচীর আওতায় বোরো, গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম এবং ও খরিফ-১ মৌসুমী গ্রীস্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।