কমলগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ কর্তৃক খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ এলাকায় গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কার্যালয়ের সম্মুখে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাব এর সহসভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।
একে বাংলা স্কুলের শিক্ষক মাহিমা আক্তার মুক্তা ও উম্মে রাবেয়া দিনা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার এর সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা।
অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের ৪৫০ জন অসহায়, এতিম ও প্রতিবন্ধী পরিবারের শিশু শিক্ষার্থীদের মাঝে জন প্রতি ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি গুড়ো দুধ, ১টি টিফিন বক্স, ১ টি পানির বোতল, ১ টি পেট্রোলিয়াম জেলি, ১ টি লোশন ও ১ টি সাবান বিতরণ করা হয়।
একে বাংলা স্কুলের শিক্ষক মাহিমা আক্তার মুক্তা ও উম্মে রাবেয়া দিনা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার এর সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা।
অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের ৪৫০ জন অসহায়, এতিম ও প্রতিবন্ধী পরিবারের শিশু শিক্ষার্থীদের মাঝে জন প্রতি ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি গুড়ো দুধ, ১টি টিফিন বক্স, ১ টি পানির বোতল, ১ টি পেট্রোলিয়াম জেলি, ১ টি লোশন ও ১ টি সাবান বিতরণ করা হয়।