স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ জানুয়ারী) বিকেল ৪ টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন এর ন্যাশনাল টি কোম্পানি কুরমা চা বাগান মাঠে চুড়ান্ত পর্ব খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শমশেরনগর ফুটবল একাডেমী বনাম কুরমা একাদশ পানপুঁঞ্জি স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ৯০ মিনিটের নির্ধারিত খেলায় গোল শুন্য ভাবে ড্র হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে শমশেরনগর ফুটবল একাডেমী ৪-২ গোলে কুরমা একাদশ পানপুঁঞ্জি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।
কুরমা বাগানের ব্যবস্হাপক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান সদ্য নির্বাচিত পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
ধারাভাষ্যকার খান মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আসিদ আলি, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,শাব্বির এলাহী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
এছাড়াও কমলগঞ্জ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান ও রার্নাস আপদের ট্রফি তুলে দেন। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৩২ দল অংশগ্রহণ করেছিলো।