কমলগঞ্জে চলছে রাধাকৃষ্ণের ৬৮তম ঝুলনযাত্রানুষ্ঠান

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯
ছবি- ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদ: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে মহাসমারোহে চলছে ৬দিনব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের ৬৮তম ঝুলনযাত্রা উৎসব।

শনিবার (১০ আগস্ট) আলীনগর শিব মন্দির সংলগ্ন ঝুলনমন্ডপে পূজা অর্চনার মাধ্যমে শুরু হয়েছে ৬দিনব্যাপী ঝুলনযাত্রা অনুষ্ঠান। চলবে বুধবার (১৫ আগস্ট) পর্যন্ত। উপজেলার আলীনগর চা বাগানের সনাতনী চা শ্রমিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সনাতনী ধর্মালম্বীসহ নানা ধর্ম ও বর্ণের হাজার হাজার লোকের সমাগম হয় এই ঐতিহ্যবাহী আলীনগর ঝুলনযাত্রা মন্ডপে। মন্ডপের পাশে ৬ দিনব্যাপী বিশাল মেলা বসেছে। মেলার পাশাপাশি বসেছে বিভিন্ন রকমারী খাবারের দোকানও।

আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা প্রমুখ।

এদিকে আলীনগর চা বাগান ছাড়াও শমশেরনগর কালিবাড়ি, পাত্রখোলা চা বাগান মন্ডপসহ বিভিন্ন স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে উৎযাপিত হচ্ছে। কমলগঞ্জ থানার পক্ষ থেকে ঝুলনযাত্রা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।