কমলগঞ্জে জামানত হারাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী আবুল হোসেন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত (ধানেরশীষ) মার্কার মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের মধ্যে এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ২য় ধাপে গত শনিবার (১৬ জানুয়ারী) কমলগঞ্জ পৌরসভায় ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৯০৫জন। এর মধ্যে ১১ হাজার ২৯০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য কমলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো.জুয়েল আহমেদ (নৌকা) প্রতিক নিয়ে ৫২৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. হেলাল মিয়া (জগ) প্রতিক নিয়ে ২৮০৬ ভোট, আওয়ামীলীগের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো.আনোয়ার হোসেন (নারিকেল গাছ) প্রতিক নিয়ে ২৭৮৭ ভোট পেয়েছেন। অপর দিকে বিএনপি মনোনীত ধানেরশীষের প্রার্থী মো.আবুল হোসেন ৩০১ ভোট পাওয়ায় তার জামানত হারাতে যাচ্ছেন ।