কমলগঞ্জে জাস সেইফটি এন্ড সিকিউরিটির মশা নিধন কার্যক্রম

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

স্টাফ রিপোর্ট ার:   দিন দিন দুর্ভোগের উপজেলায় পরিণত হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। কোনো মৌসুমেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে না উপজেলাবাসী। বর্ষাকালে ভুগতে হয় জলাবদ্ধতায় আর শুষ্ক মৌসুমে ধুলার দুর্ভোগ। এখন পোহাতে হচ্ছে মশার উৎপাত। ঘরে-বাইরে, বাসা কিংবা অফিস সব জায়গায় মশা। শীত সঙ্গে সঙ্গে বেড়েছে মশার উৎপাত। মশা নিধনে বিশেষ কার্যক্রম শুরু করেছে জাস সেইফটি এন্ড সিকিউরিটি লিমিটেড সংস্থাটি। বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল চার টায় কমলগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ মশার বংশ বিস্তারের স্থান চিহ্নিত করে মশার কীটনাশক প্রয়োগ করে তা ধ্বংস করার কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

বুধবার বিকালে পৌরসভাধীন ভানুগাছ বাজারের চৌমুহনী মসজিদে ফগার মিশিন দিয়ে মশার কীটনাশক প্রয়োগের উদ্বোধন করেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সেইফটি এন্ড সিকিউরিটি লিমিটেড সংস্থার মো: মুসফিকুর রহমান, মো: নাহিদ আহমদ, সংস্থাটির লোকজন জানান, আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি,  এই কার্যক্রমটি অন্যান্য এলাকায় মশক নিধনের জন্য অব্যাহত থাকবে। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জায় মশার কীটনাশক প্রয়োগ করা হবে আগে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সাংবাধিকবৃন্দ উপস্থিত ছিলেন।