কমলগঞ্জে ট্রাক, লরী, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে করোনা ভাইরাস (কেভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্থ পৌর এলাকার ১২৫ জন ট্রাক, লরী, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল ও শিশু খাদ্যের জন্য পৌর মেয়র মো: জুয়েল আহমেদের পক্ষথেকে ১টি করে মগ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী ও মগ বিতরণ করেন পৌর মেয়র মো: জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাক, লরী, পিকআপ ও কাভার্ড ভ্যান কমলগঞ্জ শ্রমিক ইউনিয়ন কমিটির সহ- সভাপতি পল্লব দত্ত, সাধারন সম্পাদক আব্দুল মছব্বীর খাঁন, সাংগটনিক সম্পাদক মো: হোসেন আহমদ।