কমলগঞ্জে তালামীযের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবি হযরত মুহাম্মদ (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া, ৪নং শমসেরনগর ইউপি শাখা’।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শমসেরনগর চৌমুহনী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক হাফেজ রুহুল আমীন।

শমসেরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মোরশেদুর রহমান ও ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মতিউর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, শমসেরনগর ইউনিয়ন আল-ইসলাহ্ এর সভাপতি, শমসেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মছব্বির, ইউনিয়ন আল-ইসলাহ্ এর সহ-সভাপতি মাওলানা হেলাল আহমেদ, কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি এনামুল হক চৌধুরী তাওহীদ, শমসেরেনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল, শমসেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য রায়হান ফারুক, এটিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সিরাজ, উপজেলা তালামীযের প্রচার সম্পাদক আব্দুস সামাদ রাফি, সাবেক প্রচার সম্পাদক হাফেজ ক্বারি সাজ্জাদুর রহমান প্রমুখ।

বক্তারা বিশ্বশান্তির দূত হযরত মুহাম্মদ (সা:)’র অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে ইউনিয়ন আল-ইসলাহ্ এর সহ-সভাপতি মাওলানা আবুল কালামের মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।