কমলগঞ্জে তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

কিমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলা। সোমবার ২০ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে  বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোছাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,  কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, লেখক ও গবেষক আহমদ সিরাজ প্রমুখ।

বইমেলায় ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে নানা রকম বই সাজিয়ে রেখেছেন। মেলায় কমলগঞ্জ উপজেলার ৯০ জন কবির বই প্রকাশ হয়েছে। পাশাপাশি মেলায় স্থান পেয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন বই প্রদর্শনীর। মেলার প্রথম দিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষের আগমন ঘটে।

তিনদিন ব্যাপী আয়োজনে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।