কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান সোমবার দুপুরে বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীর চন্দ্র দাস, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।