কমলগঞ্জে দরিদ্র রোজাদার দের মাঝে বন্ধনের দুই টাকায় ইফতার বিক্রি

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

আসহাবুর ইসলাম শাওন কমলগঞ্জ থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জের নিম্নবিত্ত রোজদারদের কাছে দুই টাকায় ইফতার বিক্রি করলো সামাজিক সংগঠন ‘বন্ধন’। সোমবার বিকাল পাঁচ টায় ভানুগাছ বাজারস্হ সাবরেজিস্টার অফিস মাঠে দুই টাকার বিনিময়ে প্রায় আড়াই শতাদিক নিম্নবিত্ত রোজদারদের কাছে অনানুষ্ঠানিক ভাবে ইফতার বিক্রির উদ্বোধন করেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। সংগঠনের সম্পাদক তারেকুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পৌর বণিক সমিতির সম্পাদক এড সানোয়ার হোসেন, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রুহিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ ওয়াহিদ রুলু, সাংবাদিক শাহিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী তৈমুর, রাসেল হাসান বক্ত প্রমূখ। বক্তারা বলেন পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস৷ রমজান এলে সমাজের এক শ্রেণির ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের দ্বিগুণ দাম বাড়িয়ে দেন,এতে সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ভালোভাবে ইফতার করতে পারেন না নিম্নবিত্ত আয়ের মানুষরা। সামাজিক সংগঠন বন্ধন নিম্নবিত্ত রোজদারদের মাঝে দুই টাকায় ইফতার বিক্রয়ের ক্যাম্পেইনটি আয়োজন করাটা অবশ্যই প্রশংসনীয় । সংগঠনের সম্পাদক তারেকুল ইসলাম পাটোয়ারী বলেন, আমরা সেই নিম্নবিত্ত পরিবারের লোকদের জন্য কিছু করতে চাই৷ এ প্রত্যয় থেকে সারাদিন রোজা রাখার পর সন্ধায় ইফতারের সময় তাদের মুখে তৃপ্তির হাসিটি দেখতে সোমবার বিকাল থেকে দুই টাকায় দশটি আইটেমের ইফতার বিক্রয়ের কর্মসূচি শুরু করেছি। আমরা চাই, আমাদেৱ মতো সেচ্ছাসেবী সংগঠনগুলোও এ রকম কর্মসূচি শুরু করুক।