কমলগঞ্জ প্রতিনিধি: দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, সাংবাদিক এস এম এবাদুল হক, দৈনিক আজকের সংবাদ পত্রিকার কমলগঞ্জ প্রতনিধি আশরাফ সিদ্দিকি পারভেজ, সমাজসেবক জহিরুল ইসলাম, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক সাদিকুর রহমান সামু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, দেশ রূপান্তর প্রকাশনার শুরু থেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ কারণে পাঠকের কাছে আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে দেশ রূপান্তর। তারা বিভিন্ন প্রকিূলতার মধ্যে দুর্নীতি ও অন্যায়-অপরাধের তথ্য তুলে ধরেছে।
দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়।